Afriquinfos ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : নাইজারের আইনমন্ত্রী ‘মারো আমাদু’ গত শনিবার সরকারী টিভি চ্যানেলে প্রদত্ত ভাষণে বলেছেন : লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল –যাকে নাইজার সরকার আনুষ্ঠানিকতা দান করেছে- বিনা বাধায় নাইজার সফর ও ‘আল-সায়েদী’কে জিজ্ঞাসাবাদ করতে পারে।
তিনি বলেন : আল-সায়েদীকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান এই অর্থে নয় যে, তাকে লিবিয়ার কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।
বলাবাহুল্য, লিবিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট গাদ্দাফী’র পতনের পর আল-সায়েদী নাইজারে প্রবেশ করে এদেশে আশ্রয় প্রার্থনা করেন। নাইজার কর্তৃপক্ষ গাদ্দাফী’র পুত্রের বর্তমানে অবস্থানের স্থান সম্পর্কে জানাতে অপারগতা প্রকাশ করেছে।#871275