ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ভারতীয় মানবাধিকার মন্ত্রী “Kapil Seppal”-এর প্রচেষ্টায় ২৭ ফেব্রুয়ারিতে শুরু হয়েছে এবং ৭ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
এই বিশেষ গ্রন্থমেলার দায়িত্বশীল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই গ্রন্থমেলায় সকল মাজহাবের বই বিশেষত: ইসলামী, নৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ক বইগুলো উপস্থাপন করা হয়েছে এবং দর্শনার্থীদের জন্য ১০% ডিসকাউন্টে বিক্রয় করা হচ্ছে।
961677 #