ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই উদ্বোধনী অনুষ্ঠান উক্ত একাডেমীর সভাপতি “হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন স্যায়েদ রেজা ইমাম জারগাম”, “ওছিকাহ” আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান “হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন তাকি হায়দারী”, “Vazyn” মাদ্রাসার প্রধান “হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন নেসার জেইনপুর”, ভারতের বিশিষ্ট অধ্যাপক মণ্ডলী “স্যায়েদ কাশেম রাজাভি”, “আরাওজে জুনপুর”, “নজির হোসাইন”, “রেজা আলী”, “আমিন আব্বাস”, “রেদওয়ান”-এর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
ভারতের “আল-হেরা” একাডেমীর সভাপতি “হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন স্যায়েদ রেজা ইমাম জারগাম” তার নিজের বক্তৃতায় বলেন, এই কেন্দ্রে বিভিন্ন বিদ্বানদের মাধ্যমে হেফজে কোরআন, ইসলামী বিজ্ঞান এবং ধার্মিক চিন্তা বিষয়ক শিক্ষা ছাত্রদের উদ্দেশ্যে প্রদান করা হবে।
965969#