IQNA

মাসিক পত্রিকা “পরিবার এবং জীবন”-এর নতুন সংখ্যা প্রকাশ

15:42 - March 27, 2012
সংবাদ: 2295171
চিন্তা এবং বিজ্ঞান বিভাগ: থাইল্যান্ডের মুসলমান সমাজের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে “পরিবার এবং জীবন” নামক মাসিক পত্রিকার ৭১ তম সংখ্যা প্রকাশিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: থাইল্যান্ডে, মহিলা, ইসলামী পোশাকের বিভিন্ন মডেল, মনস্তত্ত্ব প্রসঙ্গ এবং পারিবারিক বিষয় নিয়ে সম্মেলিত ইসলামী মাসিক পত্রিকা “পরিবার এবং জীবন”-এর ৭১তম অংশ প্রকাশিত হয়েছে।
উক্ত মাসিক পত্রিকার অন্যান্য অংশে মুসলিম বিশ্ব, থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়, মুসলমানদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বিশেষ প্রতিবেদন, মুসলিম জীবন এবং বিজ্ঞাপন নিয়ে বিশেষ তথ্য এবং থাইল্যান্ডের বিভিন্ন ইসলামিক স্কুল ও ইসলামিক কেন্দ্রের পরিচয় তুলে ধরা হয়েছে।
৮০ পৃষ্ঠা বিশিষ্ট উক্ত মাসিক পত্রিকার ২ হাজার কপি প্রকাশিত হয়েছে। প্রতিটি পত্রিকার মূল্য ৫০ বাত (থাই মুদ্রা) ধার্য করা হয়েছে।
974952#
captcha