আজ ভোরে রিমাল এলাকায় আইন পরিষদ ভবনের প্রাঙ্গণে অবস্থিত বাস্তুচ্যুতদের তাঁবুর ওপর একটি আলোকপাতকারী গোলা নিক্ষেপের পর বেশ কয়েকটি তাঁবুতে অগ্নিকাণ্ড ঘটে।
এছাড়া, উত্তর গাজার জাবালিয়া তীব্র বোমাবর্ষণের লক্ষ্যবস্তু হয়।
ইসরায়েলি যুদ্ধবিমান একাধিকবার উত্তর-পশ্চিম গাজার আল-কারামা এলাকায় বোমা বর্ষণ করে, যার ফলে বহু বসতবাড়ি ধ্বংস হয়। এই হামলায় অন্তত তিনজন শহীদ হয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং কাহিল পরিবার-এর এক নবজাতক কন্যাশিশু আহত হয়েছে।
এদিকে, আল-কারামা হাসপাতাল সংলগ্ন ও রিমাল এলাকার বাস্তুচ্যুতদের তাঁবুতে বিমান হামলায় অসংখ্য বেসামরিক আহত হয়েছেন।
খান ইউনুসে নাসের হাসপাতাল জানিয়েছে, সেখানে বহু আহতকে স্থানান্তর করা হয়েছে—যাদের অধিকাংশই শিশু। এরা মানবিক সহায়তার জন্য লাইনে অপেক্ষার সময় দখলদার বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হন। এ হামলায় এক তরুণ ফিলিস্তিনিও শহীদ হন।
দখলদার সেনাদের গোলাবর্ষণে উত্তর জাবালিয়া ও আজ-জারকা অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়।
শুজাইয়া, তুফাহ, সাবরা ও যায়তুন মহল্লায় ইসরায়েলি সেনাদের ইঞ্জিনিয়ারিং ইউনিট বিস্ফোরক রোবট ব্যবহার করে বহু বসতবাড়ি ও অবকাঠামো ধ্বংস করে দেয়। 4301508