IQNA

নাজাফ ও কারবালায় হযরত ফাতেমা’র শাহাদাত বার্ষিকী পালিত

20:02 - April 06, 2012
সংবাদ: 2298716
সাংস্কৃতিক বিভাগ : নবীকন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পবিত্র কারবালা ও নাজাফ নগরীতে পালিত হয়েছে। এ দুই শহরে উপস্থিত যায়েররা এ দিবসকে শোক অনুষ্ঠান ও আযাদারীর মধ্য দিয়ে পালন করেছে।
নুন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের পবিত্র কারবালা শহরে ইমাম হুসাইন (আ.) এর মাযার গতকাল হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী’র দিনে যায়েরদের দ্বারা পরিপূর্ণ ছিল, তারা নবীকন্যা’র শাহাদাতের শোক পালনার্থে ইমাম (আ.) এর মাজারে এসে সমবেত হয়।
যায়েররা নামায ও এ দিনের বিশেষ দোয়া পাঠ এবং আযাদারী ও নওহা পাঠের মাধ্যমে শোক পালন করে।
উল্লেখ্য, কারবালা শহরের বাজারসমূহ গতকাল বন্ধ ছিল।#979347
captcha