IQNA

গ্রীক নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণ

21:57 - April 07, 2012
সংবাদ: 2299538
সাংস্কৃতিক বিভাগ : এথেন্সে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রীক নাগরিক ‘ইউরগুস জর্জ সিলোপ’, তিনি ইউসুফ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠানের শুরুতে ইরানি কালচারাল সেন্টারের কর্মকর্তা মুহাম্মাদ রেজা পাকরাওয়ান, ইসলাম ধর্মকে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালবাসা’র ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন : ইসলামের নূর ও এর নির্দেশাবলি যে কোন যুগের উর্ধ্বে।
এর ধারাবাহিকতায় জনাব ইউরগুস জর্জ মহান আল্লাহর একত্ববাদ, হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর নবুয়্যত এবং আমিরুল মু’মিনীন আলী ইবনে আবি তালিব (আ.) এর বেলায়েতের সাক্ষ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইউসুফ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন।
অনুষ্ঠান শেষে ইরানের কালচারাল কাউন্সেলর গ্রীক ভাষায় অনূদিত একটি কুরআন শরিফ ও বেশ কিছু উপহার নব মুসলিম ইউসুফ সিয়ালোপকে প্রদান করেন।#979693
captcha