ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : লাখনৌ শহরে ৫ দিন ব্যাপী আয়োজিত ঐ সভায়, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কর্তৃক প্রদত্ত ফেদাক সংক্রান্ত খোতবা’র বিশ্লেষণ করা হয়েছে।
উক্ত সভা গত ১০ই এপ্রিল হতে শুরু হয়ে গতকাল ১৪ই এপ্রিল সমাপ্ত হয়েছে। প্রতিদিন স্থানীয় সময় রাত ৮ টায় স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত ঐ সভায় ভারতের প্রখ্যাত খতিব সৈয়দ সামার হায়দার যায়দী, উপস্থিত আহলে বাইত (আ.) এর ভক্ত ও শিয়াদের জন্য ঐতিহাসিক এ খোতবার তাফসীর করেন।#985256