চিন্তা ও বিজ্ঞান বিভাগ: ভারতের ধর্মীয় পণ্ডিত মহোদয় ২৮শে মে, উত্তর প্রদেশ রাজ্যের ‘জুগিপুর নাজিব আবাদ’ শহরে অনুষ্ঠিত এক ধর্মীয় শীর্ষ বৈঠকে একযোগ হয়ে বলেছেন, আমেরিকা কখনোই মুসলমানদের দৃঢ় বিশ্বাসকে দুর্বল করতে পারবে না।
ইরানি কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ভারতের ধর্মীয় পণ্ডিত মহোদয় উক্ত শীর্ষ বৈঠকে একযোগে বলেছেন, ইসলাম কখনোই সন্ত্রাসবাদের পক্ষপাতিত্ব নয় এবং তাদের সাথে কোন সংযোগই নেই; কারণ পবিত্র ইসলাম ধর্ম রক্তক্ষয়ের বিপরীত এবং এই জঘন্য কাজকে হারাম ঘোষিত করেছে।
এছাড়াও এই শীর্ষ বৈঠকে ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন রাজনীতিবিদ জেন রাখুক যে, খুব শীঘ্রই বিশ্বের সকল মুসলমানের জাগ্রত হবে এবং তাদের মন্দ রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং ইসলামী পতাকাকে বিশ্বের বুকে উত্থাপিত করবে। বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে ইসলামী জাগরণ শুরু হয়েছে, খুব শীঘ্রই এই ঘটনা ঘটবে।
উল্লেখ্য যে, ধর্মীয় শীর্ষ বৈঠক গত বছরগুলোর মত এবছরেও সমাজের মধ্যে ইসলামী শিক্ষা ও বার্তা প্রবর্তনের আলোকে অনুষ্ঠিত হয়েছে।
1016760#