ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন ১৩ই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলনে ‘ইরানের অন্তকের প্রয়োজন’ বইয়ের লেখক ‘Jean Michel Vrnvshh’ বিশেষ বক্তৃতা পেশ করবে।
লেখক এই বইয়ে কিভাবে, কি কারণে ও অজুহাতে জনসাধারণের মতামতের বিরুদ্ধে পাশ্চাত্য ক্ষমতার বলে ইরান ধ্বংস হবে উল্লেখ করেছে।
লেখকের মতে, বিশ্বের শক্তিশালী দেশগুলো নিজেদের সুবিধার জন্য ইরানের বিরোধিতা করছে এবং এরা যেকোনো উপায় এবং অজুহাতে ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে।
1149671