IQNA

পাক্ষিক ফজর প্রকাশিত

8:55 - June 20, 2013
সংবাদ: 2549811
সাংস্কৃতিক বিভাগ : পাক্ষিক ফজরের নতুন সংখ্যা গত ১৫ই জুন প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাক্ষিক ফজরের ১৭তম সংখ্যা গত ১৫ই জুন প্রকাশিত হয়েছে। বাংলাদেশের জাফরী মাযহাবের একমাত্র পাক্ষিক এ পত্রিকার এবারের সংখ্যায় যে সকল গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে সেগুলোর মধ্য রয়েছে; শিয়া ও সুন্নি মাযহাবের দৃষ্টিতে ইমাম মাহদী (আ.), মি’রাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা (সম্পাদকীয়), শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.) এর জন্মদিন, কুরআন শিক্ষার অভাব মুসলমানদের মধ্যে বিভেদের প্রধান কারণ, শবে বরাত এক বরকতময় রাত, হুজুর পাক (স.) এর পবিত্র মে’রাজ, ইসলামি আদর্শ পুনঃপ্রতিষ্ঠায় মহান নেতার ভূমিকা, হযরত দাউদ (আ.) এবং ইসলামের অন্যতম কান্ডারি মজলুম ইমাম মুসা কাযিম (আ.) ইত্যাদি।
উল্লেখ্য, পাক্ষিক ফজর ড. মোঃ জাকির হোসেনের সম্পাদনায় খুলনা হতে।#1245117
captcha