IQNA

দুনিয়া থেকে বিদায় নিলেন “ই’রাবুল কুরআন” গ্রন্থের লেখক

14:17 - January 22, 2016
4
সংবাদ: 2600149
আন্তর্জাতিক ডেস্ক: “ই’রাবুল কুরআন” গ্রন্থের লেখক আল্লামা মুহাম্মাদ জাফর আল কারবাসি ৮৯ বছর বয়সে ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফে ২০শে জানুয়ারিতে ইন্তেকাল করেছেন।
দুনিয়া থেকে বিদায় নিলেন
বার্তা সংস্থা ইকনা: আল্লামা মুহাম্মাদ জাফর আল কারবাসি ইরাকি ভাষাবিদ এবং আরবি ব্যাকরণ বিশেষজ্ঞ ছিলেন। তিনি ৮৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০শে জানুয়ারিতে 89ইন্তেকাল করেছেন।

তার জীবনকালে তিনি পবিত্র কুরআনের আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ লিখেছেন। মুসলিম বিশ্বের অন্যতম ভাষাবিদ এবং আরবি ব্যাকরণ বিশেষজ্ঞ ছিলেন আল্লামা মুহাম্মাদ জাফর আল কারবাসি।

আল্লামা মুহাম্মাদ জাফর আল কারবাসির ইন্তেকালের জন্য ইরাকের সংস্কৃতি মন্ত্রণালয় তার পরিবারবর্গ সহ সকলে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

iqna

প্রকাশিত: 4
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
qjjwrtok
0
0
20
qeiwticn
0
0
20
iuqqipwd
0
0
20
obcuysen
0
0
20
captcha