IQNA

অমুসলিমদের জন্য মসজিদের দরজা খুলে দিলো ব্রিটেনের মুসলমানেরা

7:23 - February 02, 2016
সংবাদ: 2600216
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের জনগণদের ইসলাম ও মুসলমানদের সাথে পরিচিতি করানো এবং ইসলাম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করার উদ্দেশ্যে অমুসলিমদের পরিদর্শনের জন্য আগামী ৭ম ফেব্রুয়ারি সেদেশের ৮০টি মসজিদ খুলে দেওয়া হবে।
অমুসলিমদের জন্য মসজিদের দরজা খুলে দিলো ব্রিটেনের মুসলমানেরা

আগামী ৭ম ফেব্রুয়ারিতে প্রায় ৮০টিরও অধিক মসজিদ সকলের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের (এসসিবি) এ ব্যাপারে ঘোষণা করেছে: আমার মসজিদ পরিদর্শনশিরোনামে উক্ত প্রকল্পের মাধ্যমে ব্রিটেনর অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে যে ভ্রান্তি ধারণা রয়েছে তা দুর করা সম্ভব।

মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের (এসসিবি) মুখপাত্র এ ব্যাপারে বলেছেন: এ অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে ব্রিটেনের মুসলমানেরা সকলের সাথে কথোপকথনের মাধ্যমে অমুসলিমর মধ্যে ইসলাম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করতে সক্ষম হবে

সকল ধর্ম ও মাজহাবের অনুসারীগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে এবং ইসলাম সম্পর্কে নিজেদের প্রশ্নগুলো ব্যক্ত করতে পারবে।

এ অনুষ্ঠানের আয়োজক আশাবাদী, এ অনুষ্ঠানের মাধ্যমে অমুসলিমরা মুসলমানদের সাথে অধিক পরিচিত হতে পারবে এবং সমাজ সমন্বয়ের দিকে মোড় নেবে।

গত বছরেও ব্রিটেনে এধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং ২০টি মসজিদ সকলের জন্য খুলে দেওয়া হয়েছিল। এছাড়াও জানুয়ারি মাসের প্রথম দিকে ফ্রান্সের এ ধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্রিটেনে ৬ কোটি ৪০ লাখ জনগণের মধ্যে প্রায় ৩০ লাখ মুসলমান বাস করেন। এদের মধ্যে অর্ধেক ব্রিটিশ মুসলিমের জন্ম হয়েছে যুক্তরাজ্যে।


iqna



captcha