বার্তা সংস্থা ইকনা: মহানবী (সা.) বলেন, আমার আহলে বাইতের এক ব্যক্তি ঐ দিন উত্থান করবেন। তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামে, জুলুম ও পাপে পূর্ণ হওয়ার পর তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবেন।(সুনানে আবু দাউদ, ২য় খণ্ড;পৃষ্ঠা. ৪২২)।
সুনানে ইবনে মাযায় বর্ণিত, রাসূলে খোদা (সা.) এরশাদ করেন, "আমার সেই পাক পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ তা’আলা যাদের জন্য দুনিয়ার পরিবর্তে আখিরাতকে বাছাই করে দিয়েছেন। নিশ্চয়ই আমার আহলে বাইত আমার পরে নানা দু:খ দুর্দশার শিকার হবে। শেষ পর্যন্ত পূর্বদিক থেকে একটি সম্প্রদায়ের উত্থান হবে, যাদের হাতে কালো পতাকা থাকবে এবং কল্যাণের প্রার্থী হবে যা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। অত:পর তারা লড়াই করবে এবং বিজয়ী হবে। তারা যা চাইবে, তা তাদের দেওয়া হবে। কিন্তু এক পর্যায়ে তারা গ্রহণ করবে না, যতক্ষণ না আমার আহলে বাইতের এক লোকের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত করা হয়। তিনি পৃথিবী জুলুম ও পাপাচারে পূর্ণ হওয়ার পর পুনরায় ইনসাফে পরিপূর্ণ করবেন।
সুনানে ইবনে মাজায় বর্ণিত হযরত রাসুলে আকরাম (সা.) এরশাদ করেন, মাহদী আমাদের আহলে বাইতের লোক। মাহদী ফাতেমারই সন্তান। তিনি বলেন, মাহদী আমার উম্মতের মধ্যে আসবে। তার শাসনকাল যদি সংক্ষিপ্ত হয় তবুও সাত অথবা নয় বছরের কম হবেনা। তার শাসনকালে আমার উম্মত এতো সুখী জীবন যাপন করবে এবং আল্লাহর নেয়ামতসমূহ এতবেশী পরিমাণে ভোগ করবে যে, অতীতে যার কোনো তুলনা নাই। নেয়ামতরাজীর আধিক্য হবে। সম্পদের ভাণ্ডার গড়ে উঠবে। এটা এমন পর্যায়ে পৌঁছাবে যে , কেউ এসে বলবে, হে মাহদী , আমাকে দিন। তিনি বলবেন, নিয়ে যাও।(সুনানে ইবনে মাজাহ, ২য় খণ্ড, হাদীস নং- ৪০৮৬)।
ইমাম বোখারী তার সহীহ হাদীসে বলেন, রাসুলে খোদা (সা.) এরশাদ করেন, সেদিন তোমাদের অবস্থা কিরূপ হবে, যখন মরিয়ম পুত্র তোমাদের মাঝে অবতরণ করবে এবং তোমাদের ইমাম তোমাদের মাঝ থেকে হবে (সহীহ বুখারী, ৪র্থ খণ্ড, পৃ. ১৪৩।)।
ফতহুল বারীতে হাফেজ বলেন, এ হাদীসটি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছেছে যে, মাহদী এই উম্মতেরই অন্তর্ভুক্ত এবং ঈসা ইবনে মরিয়ম অবতরণ করে তার পিছনে নামাজ আদায় করবেন (ফতহুল বারী, ৫ম খণ্ড,পৃ:৩৬২)।
وَاللَّيْلِ إِذَا يَغْشَى * وَالنَّهَارِ إِذَا تَجَلَّى অর্থাৎ রাতের শপথ যখন অন্ধকার ছেয়ে যায় এবং দিনের শপথ যখন আলোকোজ্জ্বল হয়। (সুরা লাইল, আয়াত১-২) মোহাম্মদ বিন মুসলিম হযরত ইমাম মোহাম্মদ বাকের (আ.) থেকে বর্ণনা করেছেন যে, তিনি ফরমায়েছেন, ‘রাত যখন ছেয়ে যায়’ দ্বারা হযরত আলী বিন আবি তালিবকে (আ.) বুঝানো হয়েছে। যে অন্যায়ের রাজত্বে তিনি নিহত হয়ে গেলেন এবং ভীষণ ধৈর্যের প্রমাণ দিলেন, আর দিনের আলো যখন উজ্জ্বল হয় দ্বারা হযরত ইমাম মাহদীকে (আ.) বুঝানো হয়েছে। যখন তার আবির্ভাব ঘটবে তখন তিনি বাতিল রাজত্বের ওপর জয়ী হবেন।(তাফসীরে কুমী, ২য় খণ্ড ,পৃ: ৪২৫; বয়ানুস সায়াদাহ, ৪র্থ খণ্ড, পৃ:২৫৯)