IQNA

ফিলিস্তিনের সাবেক জাতীয় বাস্কেটবল খেলোয়াড় মোহাম্মদ শাল্লানের শাহাদাত

15:04 - August 21, 2025
সংবাদ: 3477919
ইকনা- গাজার খানইউনিসে মঙ্গলবার ইসরাইলি সেনাদের হামলায় ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় ও গাজার ক্রীড়াঙ্গনের অন্যতম তারকা মোহাম্মদ শাল্লান শহীদ হয়েছেন।

ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার সূত্রে জানা গেছে, শাল্লানকে লক্ষ্য করে দখলদার সেনারা গুলি চালায় যখন তিনি সন্তানদের ক্ষুধা থেকে বাঁচাতে মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

শাল্লান তার মেয়ে মরিয়মের জন্য ওষুধ ও খাবার সংগ্রহে মরিয়া হয়ে চেষ্টা করছিলেন। মরিয়ম দীর্ঘদিন ধরে কিডনি বিকল ও রক্তে মারাত্মক সংক্রমণে ভুগছিল। চিকিৎসার জন্য তিনি বহুবার সাহায্যের আবেদন করেছিলেন।

মোহাম্মদ শাল্লান ক্যারিয়ারে গাজার বিভিন্ন ক্লাব যেমন খেদমাতুল বারিজ, খেদমাতুল মাগাজি, খেদমাতুল খানইউনিস, খেদমাতুল শাতি, গাজা ক্লাব, খ্রিস্টান ইয়ুথ অ্যাসোসিয়েশন ও খেদমাতুল জাবালিয়া-তে খেলেছেন। তিনি ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলেরও সদস্য ছিলেন।

তার শাহাদাতের মাধ্যমে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত প্রায় ৬৭০ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ শহীদ হলেন।

এর আগে গত ৬ আগস্ট ফিলিস্তিনি ফুটবলার সুলায়মান আল-উবেইদ, যিনি ফিলিস্তিনের পেলé’ নামে পরিচিত ছিলেন, সন্তানদের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হন। তার শাহাদাত আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফা শোক প্রকাশ করে এবং মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ হত্যাকাণ্ডের বিস্তারিত তদন্তের দাবি জানান। 4300868#

captcha