IQNA

ম্যাসেডোনিয়ায় বিশ্বের বয়োজ্যেষ্ঠ কুরআন হাফেজ মহিলা 'মারিয়াম আবিবি'

15:14 - June 09, 2016
সংবাদ: 2600960
আন্তর্জাতিক ডেস্ক: ম্যাসোডোনিয়ার রাজধানী স্কোপজে'র অধিবাসী মারিয়াম আবিবি বিশ্বের বয়োজ্যেষ্ঠ মহিলা কুরআন হাফেজ।



বার্তা সংস্থা ইকনা: এপর্যন্ত মারিয়াম আবিবির নিকট অনেকেই কুরআন মুখস্থ করেছেন এবং সহস্রাধিক শিক্ষার্থী তার নিকট কুরআন পড়া শিখেছেন।

ম্যাসোডোনিয়ার অতি পরিচিত কুরআন হাফেজ 'ইব্রাহীম আফান্দি'র সুযোগ্য কন্যা 'মারিয়াম আবিবি'

স্কোপজে'র অধিবাসীরা মারিয়াম আবিবি'কে বিশেষ সম্মান করেন; কারণ তিনি তার শিক্ষার্থীদেরকে কুরআন প্রশিক্ষণ বিশেষ করে কুরআন হেফজ করানোর ক্ষেত্রে অনেক পারদর্শী এবং সফল শিক্ষক।

Iqna



ট্যাগ্সসমূহ: কুরআন ، হাফেজ ، ইকনা
captcha