সর্বোচ্চ নেতার হজবাণী যে সকল দেশে প্রচার হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে:
বাংলাদেশ: বাংলাদেশের জাতীয় পত্রিকা সহ বিভিন্ন ই-পত্রিকায় সর্বোচ্চ নেতার হজবাণী প্রকাশ পেয়েছে। পার্সটুডে, ইকনা, শাবিস্তান ও আমাদের সময় সহ অন্যান্য পত্রিকায়।
আলজেরিয়া: "আল-খাবার", "আল-শুরুক", "আখবারুল ইয়াউম" এবং "আল-ওয়াতান" সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
ইথিওপিয়া: ইংরেজি ভাষায় "ডেইলী মনিটর" সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
টিউনিস: সামাজিক-খবরের সাইট "বায়ান নিউজ", "আল-সাহু" ম্যাগাজিন এবং "আল-সাবাহ" সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
অস্ট্রেলিয়া: সিডনিতে সাপ্তাহিক পত্রিকা "ইরান"-এ প্রকাশিত হয়েছে।
তুরস্ক (আঙ্কারা): অয়ডিনলীগ সংবাদপত্র এবং তুরস্কের ১৪ টেলিভিশন চ্যানেলে প্রকাশিত হয়েছে।
ভারত (বোম্বে): ভারতের WIN চ্যানেল এবং সিহাফাত পত্রিকায় প্রকাশিত হয়েছে।
পাকিস্তান: আজাদী ও বেলুচিস্তান সংবাদপত্র এবং ইংরেজি ভাষায় দৈনিক পত্রিকা এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে।
আর্মেনিয়া: আর্মেনিয়ায় লিফলেট আকারে প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত এই বার্তা আর্মেনিয়ার বিভিন্ন দল, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও ধর্মীয় সংস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী, শিক্ষক, গবেষকদের মাঝে প্রচার করা হয়েছে।