IQNA

যারা গাদীরকে অস্বীকার করে তারা ইমাম মাহদীর বিরুদ্ধেও রুখে দাঁড়াবে

19:16 - September 19, 2016
সংবাদ: 2601597
আন্তর্জাতিক ডেস্ক: গাদীরে খূমের ঘটনার ক্ষেত্রে চারটি দল ছিল, ইমাম মাহদীর বেলায়ও এই চার দল থাকবে। গাদীরে একদল ঈমানের সাথে এসেছিল এবং হযরত আলীর সাথে বায়াত করার জন্য অপেক্ষা করছিল। একদল মুনাফিক ছিল, একদলের বিচক্ষণতা ছিল না আরেকদল ওয়াদা ভঙ্গ করেছিল।


শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম জাফারি বলেন, গাদীরে খূমের ঘটনার নানামুখী দিক রয়েছে, যা আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যদি গাদীরের শিক্ষণীয় দিকগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে সফল হব। আর গাদীরের সাথে ইমাম মাহদীর আবির্ভাবের বিষয়টিও সম্পর্কিত।

গাদীরে খূমের ঘটনাটি এত বেশী গুরুত্বপূর্ণ এবং এর এত বেশী দিক রয়েছে যা আলাদাভাবে আলোচনা করা সম্ভব। একদল মুমিন মুসলমান ছিলেন যারা মহানবীর ঘোষণার পূর্বেও হযরত আলীর ইমামতের বিষয়টি জানতেন এবং তার প্রতি ঈমান রাখতেন। কেননা তারা বিভিন্ন উপলক্ষে এবং সময়ে হযরত আলীর ফজিলত ও মর্যাদা সম্পর্কে অবগত ছিলেন। এবং রাসূল(সা.) তাকে কতটা বিশ্বাস করতেন ও ভালবাসতেন তা জানতেন।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) দাওয়াতে যুল আশিরায় যখন হযরত আলীকে নিজের পরবর্তী খলিফা হিসাবে ঘোষণা করেন সেখানেও মানুষের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন ছিল। «وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ» যে আজকে আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিবে সে আমার খলিফা এবং উত্তরাধিকারী হবে।

ইমাম মাহদীর বেলায় ঠিক অনুরূপ: একদল বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য ইমাম মাহদীর কথা বলে থাকে। আরেক দল কোন উদ্দেশ্য হাসিল করার জন্য ইমাম মাহদীর কথা বলে না কিন্তু পরিস্থিতি তাদেরকে এই পথ থেকে সরিয়ে নিয়ে গেছে বা যাবে। তৃতীয় দল দুনিয়ার জন্য ইমামকে ভালবাসবে না কিন্তু তাদের মধ্যে বিচক্ষণতা না থাকার কারণে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ না নেয়ার কারণে তারাও এই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে।

আর চতুর্থ দল হচ্ছে তারা যারা ইমাম মাহদীর প্রতি ভালবাসাকে কাজে পরিণত করবে, এবং দুনিয়ার কোন মোহ তাদেরকে এই পথ থেকে দূরে সরাতে পারবে না। তারা বিচক্ষণ হবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে এবং সঠিক কাজ করবে।

captcha