IQNA

মিশরের প্রসিদ্ধ ক্বরী 'মুস্তাফা ইসমাইলে'র কুরআন তিলাওয়াত

0:20 - November 05, 2016
সংবাদ: 2601887
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বিখ্যাত ক্বারি মুস্তাফা ইসমাইলের সূরা যুমার ও হুজরাতের কিছু আয়াতের তিলাওয়াত সামাজিক নেটওয়ার্কে প্রকাশ পেয়েছে।
মিশরের প্রসিদ্ধ ক্বরী 'মুস্তাফা ইসমাইলে'র কুরআন তিলাওয়াত
বার্তা সংস্থা ইকনা: বিশ্বের খ্যাতনামা ক্বারিদের মধ্যে মিশরের 'মুস্তাফা ইসমাইল' একজন। মুস্তাফা ইসমাইল তার সিরিয়া সফরে এক কুরআন মাহফিলে যুমার সূরার ৩৭ নম্বর এবং হুজরাতের ৭ ও ৮ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।

মুস্তাফা ইসমাইলের এই তিলাওয়াতটি 'আকবারুল কুরা' নামক টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত হয়েছে।

বিশ্ব বিখ্যাত ক্বারী মুস্তাফা ইসমাইল' প্রকাশিত কুরআন তিলাওয়াতটি ইকনার দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল:

iqna


captcha