IQNA

রোহিঙ্গা নিপীড়নের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

1:11 - November 27, 2016
সংবাদ: 2602037
শুক্রবার জুমার নামাজের পর মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে মুসল্লিরা। তারা সেখানকার মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোর নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন।


বার্তা সংস্থা ইকনা: বিক্ষোভে রোহিঙ্গাদের সাহায্য করতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান মুসল্লিগণ। পাশাপাশি বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সাহায্যের হাত বাড়াতে এবং তাদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান। এসময় মুসল্লিরা "রোহিঙ্গা মুসলমানদের হত্যা বন্ধ করুন" বলে স্লোগান দেয়।
বিক্ষোভে মুসল্লিরা সরকারের নিকটে রোহিঙ্গা সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খুলে দিয়ে তাদের আশ্রয় দেওয়ার দাবি জানান।
বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মুসলমানেরাও রোহিঙ্গা মুসলমানদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন।
বলাবাহুল্য, গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় ৯ সীমান্ত পুলিশের মৃত্যুর পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে সেনাবাহিনীর অভিযান শুরু হয়।
ওই অভিযানে শতাধিক মানুষের প্রাণ হারানোর খবর দিচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম; যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রাখাইন অঞ্চলে সহস্রাধিক ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
রোহিঙ্গা মুসলিমদের উৎখাত করতে মিয়ানমার তাদের বিরুদ্ধে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মকর্তা জন ম্যাককিসিক।
তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গদেরকে হত্যা করছে। সেনা অভিযান থেকে বাঁচতে প্রতিবেশী দেশগুলোতে পালাচ্ছে রোহিঙ্গারা।
এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামায় ‘উদ্বেগ’ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনেও বিষয়টি তুলে ধরেছেন।
iqna


captcha