IQNA

উত্তর আমেরিকায় শেষ হলো মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ ‘

9:42 - August 11, 2025
সংবাদ: 3477866
ইকনা- শেষ হলো উত্তর আমেরিকায় মুসলমানদের আয়োজিত সর্ববৃহৎ সমাবেশ মুনা কনভেনশন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানটি শুরু হয় গত ৮ আগস্ট ২০২৫ শুক্রবার। যেখানে দেশ-বিদেশ থেকে আসা প্রায় ২৫ হাজার অতিথি অংশ নেন।
টচবিয়ার্স অব ইসলাম, স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি’ স্লোগানে আয়োজিত এবারের মুনা কনভেনশন-২০২৫ অনুষ্ঠানে দেশি-বিদেশি ধর্মপ্রাণ নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোররাও অংশ নিয়েছে।
 
 
কেননা এখানে সব বয়সী মানুষের জন্যই ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। একধিক সেমিনার, শিশুদের হালালভাবে আনন্দদায়ক বিভিন্ন রাইড, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, হালাল পণ্যের বাজার ও খাবার, ইয়্যুথ প্রোগ্রাম, সিস্টার্স প্রোগ্রাম প্রভৃতি।
মুনার ওয়েবসাইটের তথ্যানুযায়ী এ বছর যেসব বাংলা ভাষাভাষী আলেম এই অনুষ্ঠানে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন তাঁরা হলেন ড. মিজানুর রহমান আজহারী ও ড. আবুল কালাম আজাদ বাশার।
 
উল্লেখ্য, মুনা (MUNA) বা ‘মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা’ হলো একটি অলাভজনক ও আস্থাভিত্তিক দাওয়াহ এবং সামাজিক সেবা প্রদানকারী জাতীয় সংগঠন।
 
 
তাদের ওয়েবসাইটের তথ্যমতে, মুসলমানদের এই সংগঠনটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষের ব্যক্তিগত, নৈতিক ও সামাজিক জীবনমান উন্নয়নে কাজ করার উদ্দেশ্যে সংগঠনটি ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নিবন্ধিত হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গ রাজ্যে মুনার কার্যক্রম বিস্তৃতি লাভ করেছে।
captcha