বার্তা সংস্থা ইকনা: নির্বাসনে থাকা তিব্বতের এই নেতার ব্যাপারে চীন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা দেখে চীন-ভারতের সীমানা নির্ধারণে মধ্যস্থতাকারী একজন বলেছেন, যদি দু’ দেশ তাদের মত পার্থক্য দূর করতে পারে তাহলে পূর্বাঞ্চলীয় এই এলাকাটির বিরোধ সহজেই মীমাংসা করা যেত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং চুয়াং বলেছেন, ‘দালাই লামাকে অরুণাচল সফরের অনুমতি দিয়েছে, তা জানতে পেরে আমরা খুবই উদ্বিগ্ন।’
পার্সটুডে জানিয়েছে, ১৯৫৯ সালে তিব্বত থেকে পালিয়ে অরুণাচল প্রদেশ দিয়ে ভারতে ঢোকেন দালাই লামা। বর্তমানে হিমাচল প্রদেশ থেকে নির্বাসিত তিব্বত সরকার পরিচালনা করছেন তিনি। মুখ্যমন্ত্রী পেমা কান্দুর আমন্ত্রণে এপ্রিলে দালাই লামার অরুণাচল প্রদেশ সফরের কথা রয়েছে।
দালাই লামাকে চীন বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা
করে। তিনি গণপ্রজাতন্ত্রী চীনের এক চতুর্থাংশ ভূখ- বিচ্ছিন্ন করতে চাইছেন বলেও মনে
করে বেইজিং। এদিকে, ভারতের পররাষ্ট্র
মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলি বলেছেন, দালাই লামাকে নিয়ে ভারতের অবস্থান সুবিদিত এবং এর
কোনো পরিবর্তন ঘটেনি।
সূত্র : দি হিন্দ