IQNA

ইমাম মাহদীর(আ.) সাহায্যকারীদের আধ্যাত্মিক বৈশিষ্ট্য

1:32 - April 11, 2017
সংবাদ: 2602892
মাহদীবাদও নবুওয়তের মতই ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ মৌলিক দিক। নবী-রসূলদের মিশন ও হযরত ইমাম মাহদী-(আ.)’র মিশন অভিন্ন। ন্যায়বিচার এবং খোদার দেয়া মানবীয় সমস্ত ক্ষমতা ও প্রতিভার ভিত্তিতে একত্ববাদের বিশ্ব গড়ে তোলাই তাঁদের অভিন্ন লক্ষ্য।

বার্তা সংস্থা ইকনা: সব খোদায়ী বা ঐশী ধর্মেই শেষ ত্রাণকর্তার ধারণা রয়েছে। কিন্তু এ বাস্তবতা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মগুলোতে কোনো না কোনোভাবে বিকৃত বা অস্পষ্ট করা হয়েছে। ইসলামে মাহদীবাদ খুবই স্পষ্ট এবং এটা কেবল শিয়া মুসলমানদের বিষয় নয়।

হযরত ইমাম মাহদী (আ.)’র মাধ্যমে যে গোটা দুনিয়ায় ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠিত হবে সে বিষয়ে সব ক’টি মুসলিম মাজহাব একমত। এ ব্যাপারে বিভিন্ন সূত্রে বিশ্বনবী (সা.) ও খ্যাতনামা বা বরেণ্য ধর্মীয় ব্যক্তিত্বদের উদ্ধৃতি সম্বলিত বিভিন্ন মাজহাবের বর্ণনা বা রেওয়ায়েত দেখা যায়। তাই মাহদীর (আ.) আগমন যে অনিবার্য সে সম্পর্কে কোনো সন্দেহ নেই।

ইমাম মাহদীর (আ.) জন্য প্রতীক্ষা দায়িত্বশীলতার সাথে সম্পর্কিত। তাই যারা ইমাম মাহদীর (আ.) জন্য প্রতীক্ষা করছেন তাদেরকে অবশ্যই প্রস্তুত ও সদা-সতর্ক থাকতে হবে।

যারা তাঁর আবির্ভাবের জন্য প্রহর গুনছেন তাদেরকে সব দিক থেকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যা ওই বিশেষ যুগের জন্য জরুরি।

ইমাম মাহদীর (আ.) জন্য সত্যিকার অর্থে অপেক্ষমাণ ব্যক্তিরা তাঁর সাথে যোগাযোগ বা সম্পর্ক স্থাপনে আগ্রহী। তিনি এ প্রসঙ্গে বলেছেন,”শেষ ইমামের জিয়ারত হিসেবে প্রচলিত বিভিন্ন জিয়ারতনামায় তাঁর সাথে আধ্যাত্মিক সংযোগমূলক বা তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনমূলক যেসব কথা দেখা যায় সেসবের মধ্যে কিছু কথার বেশ ভাল দলিল-প্রমাণ রয়েছে। এসব খুবই গুরুত্বপূর্ণ।

দূর থেকে ইমাম মাহদীর (আ.) প্রতি মনোযোগ ও তাঁর সাথে আধ্যাত্মিক সংযোগ বা তাঁকে সালাম প্রদান- এসব তিনি শোনেন। ইনশাল্লাহ তিনি আমাদের এসব কথা বা নিবেদন কবুল করছেন। মহান আল্লাহ সালাম বা অভিবাদনকারীদের সালাম ও বার্তাদাতাদের বার্তা এই মহান ইমামের কাছে পৌঁছে দেন। এসব আধ্যাত্মিক-যোগাযোগ বা সংযোগ ও ভালবাসা খুবই কল্যাণময় এবং জরুরি।

ইমাম মাহদীর প্রকৃত সাহায্যকারীদের মধ্যে এই ছয়টি গুণাবলি অবশ্যই থাকবে যথা: ১- একত্ববাদ বা এক আল্লাহর উপাসনা, ২-বিচক্ষণতা এবং দূরদর্শিতা, ৩-সাহসিকতা, ৪- ইমামের আনুগত্য, ৫- আত্মত্যাগ এবং ৬- সাদাসিধে ও সাধারণ জীবন-যাপন।
captcha