তিনি আরও বলেছেন: م تخل الارض منذ خلق الله آدم من حجة لله فیها؛আল্লাহ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে ইমাম তথা হুজ্জাত রেখেছেন, যদি তা না হত তাহলে পৃথিবীতে আল্লাহর ইবাদত বন্দেগি হত না।
আর এ জন্যই আহলে বাইতের অনুসারীরা বিশ্বাস করে যে কোন সময় দুনিয়া ইমাম ছাড়া থাক তপারে না এবং ইমাম মাহদীর জন্ম হয়েছে এবং তিনি অন্তর্ধানে রয়েছেন।
সূত্র: আল কাফী, ১ম খণ্ড, পৃ: ১৭৯।