শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর সাথে বহু নবীর মিল রয়েছে। আর হযরত ইউসুফের সাথে তার মিল হচ্ছে হযরত ইয়াকুব যেভাবে তার জন্য প্রতীক্ষা করতেন আমরা সেভাবে ইমাম মাহদীর জন্য অপেক্ষা করছি। আরেকটি হচ্ছে হযরত ইউসুফ ছোট বেলায় হারিয়ে যান ইমাম মাহদীও ছোট বেলা অন্তর্দানে চলে যান।
হুজ্জাতুল ইসলাম নাসের রাফিয়ি বলেন: হযরত ইউসুফের ভাইয়েরা যখন গম নিতে আসেন তাকে দেখে চিনতে পারি নি। আমরাও ইমাম মাহদীকে দেখি কিন্তু তাকে চিনতে পারি না।
তিনি বরেণ: অনেক আধ্যাত্মিক আলেমগণ তাকে কাবাঘরে, স্বপ্নে অথবা দোয়া নুদবা পাঠ করার সময় দেখেছেন। তার মধ্যে একজন হলেন শেষ সাদুক। তিনি বলেন: আমি কাবাঘরে তাওয়াফ করার সশয় ইমাম মাহদীকে দেখলাম তিনি আমাকে বললেন: তুমি আমাদের ব্যপারে কিতাব লেখ। তখণ তিনি কামালুদদিন এবং তামামুন নেয়ামাত নামক গ্রন্থটি লেখেন।
অনুরূপভাবে মিকালুল মাকারেম গ্রন্থের লেখক এই বইতে ইমাম মাহদীর স্মরণে ১০০টি দোয়া লিখেছেন।
তিনি বলেন: ইমাম মাহদীকে স্বপ্নে দেখলাম, তিনি আমাকে বললেন: আমাদের উপর যত দোয়া আছে তা সংকলন কর। তখন আমি এই গ্রন্থটি লিখি।
হযরত ইয়াকুব হযরত ইউসুফের জামা চোখে দিয়ে আরোগ্যলাভ করেন এবং ইউসুফকে দেখতে পান। আমরাও যদি ইমাম মাহদীকে দেখতে চাই তাহলে তার জামার সন্ধান করতে হবে। আর তার জামা রয়েছে জামকারন, মসজিদে সাহলা এবং দোয়া মোনাজতা ও ইবাদত বন্দেগির মধ্যে।