IQNA

কোন ফকিরকে দান করতে হবে

22:16 - June 17, 2017
সংবাদ: 2603274
মানুষকে চিনতে হবে, যে কেউ হাত পাতলেই তাকে সাহায্য দেয়া যাবে না। এই পদ্ধতি আহলে বাইত(আ.) আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে তারা এটাও বলেছেন, কেউ হাত পাতলে তাকে ফেরত দেয়া ঠিক না।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: একদা এক ব্যক্তি ইমাম আলীর কাছে সাহায্য চাইতে আসলে ইমাম বলেন, তোমার চাহিদাকে লিখে দাও কেননা যে হাত পাতে তার লজ্জিত মুখের দিকে তাকাতে আমার কষ্ট লাগে।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: সব থেকে বড় সদকা বা দান হচ্ছে নিজের হাতে ফকিরকে দান করা।

ইমাম সাদিক(আ.) বলেন: আমার পিতা অনেক সময় ভিক্ষুকদেরকে পরীক্ষা করতেন, যারা কুরবানির গোসত নিতে আসত তিনি প্রথমে তাদেরকে মাথা দিতেন যদি নিত তাহলে বলতেন রাখ তোমাকে গোসত দিচ্ছি। আর যদি না নিতে চেত তাকে বলতেন তোমার আসলে প্রয়োজন নেই।

ইমাম সাদিক(আ.) আরও বলেছেন: অপরিচিত ফকির আসলে তাকে ফিরিয়ে না দিয়ে অল্প কিছু দান কর।
captcha