IQNA

ফিলিপাইনে মুসলিমদের নিবন্ধন, ‘বৈষম্যমূলক’ বলছে সামরিক বাহিনী

21:41 - July 11, 2017
সংবাদ: 2603407
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইন সরকার নিরাপত্তা ইস্যুতে তার দেশে বসবাসকারী শুধুমাত্র মুসলিম নাগরিকদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে যেটাকে দেশটি সামরিক বাহিনী ও মুসলিম নাগরিকরা ‘মুসলিম বৈষম্য’ বলে অভিহিত করেছেন।
ফিলিপাইনে মুসলিমদের নিবন্ধন, ‘বৈষম্যমূলক’ বলছে সামরিক বাহিনী
বার্তা সংস্থা ইকনা: ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ব্যবস্থা সবার জন্য প্রযোজ্য কিন্তু যদি এটা শুধুমাত্র মুসলিম জন্যে করা হয় তবে তা হবে বৈষম্যমূলক’, সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন।
সোমবার ফিলিপাইনের সশস্ত্র বাহিনী বলেছে, ‘প্রস্তাবিত মুসলিম জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ব্যবস্থা বৈষম্যমূলক’।
সেনা কর্মকর্তা পডিলা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি বৈষম্যমূলক হবে যদি আপনি কেবলমাত্র সমাজের এক বিশেষ শ্রেণীর কাছ থেকে  জাতীয় পরিচয়পত্র পেতে চান। সামরিক বাহিনী জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ব্যবস্থায় বিশ্বাস করে কিন্তু সেটা হবে ফিলিপাইনের সব জনগণের জন্য’।
প্রস্তাবিত মুসলিম সনাক্তকরণ ব্যবস্থার অংশ হিসেবে ফিলিপাইনের বিভিন্ন শহরে শুধুমাত্র মুসলিম জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ চলছে।
বিভিন্ন মুসলিম সংগঠন এবং মুসলিম নেতারা প্রস্তাবিত মুসলিম সনাক্তকরণ ব্যবস্থার প্রচন্ড বিরোধীতা করছে। তারা শুধুমাত্র মুসলিম জাতীয় পরিচয়পত্র নিবন্ধনকে ‘মুসলিম বৈষম্য’ বলে অভিহিত করেছেন।
মুসলিম গভর্নর মুজিব হাটমান বলেন, ‘যদি নিরাপত্তা ইস্যুতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে হয় তাহলে সেটা ফিলিপাইনের প্রত্যেক নাগরিকের জন্য করা উচিত, শুধুমাত্র মুসলিম জন্য নয়’। আরটিএনএন
 

captcha