IQNA

আমাদের বাড়ী-ঘরে আহলে বাইতের (আ.) সাথে সহানুভূতির বিষয়টি পরিলক্ষিত হওয়া উচিত

20:30 - July 23, 2017
সংবাদ: 2603486
আহলে বাইরেত প্রতি ভারভাসা এবং তাদের প্রতি সহানুভূতির ভিষয়টিকে আমাদের পরিবার ও আমাদের সন্তানদের মধ্যে জোরদার করা চেষ্টা করতে হবে। তাদের আনন্দের দিনগুলোতে আমাদের পরিবারে আনন্দ আর কষ্টের দিনগুলোতে আমাদের পরিবারে কষ্ট অনুভব হওয়া উচিত। এভাবে আহলে বাইরেত প্রতি ভারভাসাকে নিজেদের পরিবারে পরিলক্ষিত হতে হবে।
আমাদের বাড়ী-ঘরে আহলে বাইতের (আ.) সাথে সহানুভূতির বিষয়টি পরিলক্ষিত হওয়া উচিত

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবীর আহলে বাইত যেহেতু আমাদের আদর্শ এবং নবীর রেখে যাওয়া দুটি উত্তম জিনিসের একটি সুতরাং তাদেরকে ভালবাসা আমাদের জন্য ফরজ। আর এ জন্যই তাদের খুশিতে খুশি আর তাদের দু:খে দুখিত হওয়াটাই হচ্ছে এর বড় প্রমাণ। পবিত্র কুরআনও আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে। আর আহলে বাইত হচ্ছে আল্লাহর সব থেকে বড় নিদর্শন।

আমরা যে, আশুরার সময়, মা ফাতিমার শাহদাতের সময় এবং ইমামগণের শাদাত উপলক্ষে আজাদারি করি ও শোখ পালন করি তা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব যা আমরা আল্লাহর নির্দেশেই পালন করে থাকি।

আমরা যে ইমামগণেল কবর যিয়ারাত করতে ইরাক, ইরান, সামেরররা, কাজেমাইন, নাজাফ কারবালা যাই। মক্কা মদিনা যাই এর কারণ হচ্ছে আমরা তাদেরকে ভারবাসি এবং তাদের শোকে আমরা শোকাহত।

আবার ১৫ই শাবান, ১৮ই জিলহজ্জ, ২০ জামাদিউস সানি, ৩রা শাবান ইত্যাদি উপলক্ষে যে আমরা লাইটিং করি এবং আনন্দ উতসব করি। এর কারণ হচ্ছে এটা হল আহলে বাইতের সুখের ও শান্তির দিন আর এ জন্যই আমরা এই উপলক্ষে আনন্দ অনুষ্ঠান পালন করি।

ট্যাগ্সসমূহ: ইকনা ، নবী ، খুশি ، কুরআন ، পবিত্র ، আল্লাহ
captcha