IQNA

ইমাম আলীর(আ.) দৃষ্টিতে মানুষের সম্মান রক্ষা

13:12 - August 09, 2017
সংবাদ: 2603605
চিন্তা ও দর্শন বিভাগ: আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) এক খোতবায় তার সাহাবিদেরকে বলেন, তোমরা কোন মুসলমানের গিবত করবে না এবং তাদের ত্রুটি অন্বেষণ করতে যাবে না। কেননা তোমরা যদি অন্যের ত্রুটি প্রকাশ কর আল্লাহ তোমাদের ত্রুটি প্রকাশ করে দিবেন।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মুসলমানের সম্মান রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। এর মাধ্যমে সামাজিক ভ্রতৃত্ববোধ রক্ষা পায় এবং ইমামগণও এর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন।

ইসলাম সব মানুষের সম্মান ও মর্যাদা রক্ষা করার নির্দেশ দিয়েছে। সমাজে কেউ যেন কারও মর্যাদাহানি না করে এবং কারও সম্পর্কে খারাপ ধারণা না করে এ সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিস শরিফে যথেষ্ট গুরুত্বারোপ করা হয়েছে।

মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, 'হে ইমানদারগণ! তোমরা অধিক অনুমান (মানুষের প্রতি খারাপ ধারণা করা) থেকে দূরে থাক। কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান কর না। একে অপরের পশ্চাতে গীবত কর না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভ্রাতার গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে কর। তোমরা আল্লাহকে ভয় কর। আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। (হুজুরাত-১২)

আল্লাহর রাসূল (সা.) সব সময় মানুষের দোষ-ত্রুটি গোপন রাখতেন। এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে।


captcha