IQNA

মা ফাতিমার জীবন ধারায় আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে

20:39 - February 05, 2018
সংবাদ: 2604974
হযরত ফাতিমা যাহরা(সা.আ.) বলেছেন, যারা তাদের ইবাদত এবং সকল কাজকে খালেসভাবে আল্লাহর জন্য করে মহান আল্লাহ তাদের উপর তার অধিক কল্যাণ ও বরকত নাজিল করেন।

 মা ফাতিমার জীবন ধারায় আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট:  তিনি আরও বলেছেন, তোমাদের মধ্যে তারাই সব থেকে উত্তম যারা মানুষের সাথে দয়ালু এবং নম্র ও ভদ্র আচরণ করে। তারা সব থেকে বেশী মর্যাদাবান যারা তাদের স্ত্রীদের প্রতি দয়ালু এবং দানশীল।

মা ফাতিমা আরও বলেছেন: সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সৌভাগ্যবান যে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরও ইমাম আলীকে ভালবাসে।

তিনি আরও বলেছেন: মহান আল্লাহ পিতা-মাতার প্রতি সদাচারকে ওয়াজিব করেছেন যাতে তার আক্রোশ থেকে দূরে থাকতে পারি। আর আত্মীয়স্বজনের সহায়তাকে ফরজ করেছেন যাতে আয়ু বৃদ্ধি পায় এবং জনবল ও ক্ষমতা বৃদ্ধি পায়।

তিনি বলেছেন: সেই ব্যক্তি সব থেকে বেশী সংযমী যে হারামকে পরিত্যাগ করে।

হযরত ফাতেমা (সা) এর মর্যাদা ছিল অনেক ঊর্ধ্বে। স্বয়ং নবীজী (সা.) ফাতেমাকে সম্মান করতেন। জন্মের পর থেকেই নবীজী তাঁর এই কন্যার সঙ্গে সম্মানজনক আচরণ করে বিশ্বে নারীর মূল্যবোধ এবং তাঁদের অবস্থান যে কতোটা মর্যাদাসম্পন্ন তা বাস্তবে দেখিয়ে গেছেন। মহানবী (সা.) বলেছেন, "ফাতেমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতেমাকে কষ্ট দেয়, তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয়, তা আল্লাহকেও কষ্ট দেয়।" নবীজী আরো বলেছেন, "ফাতেমা আমার দেহের অঙ্গ, চোখের জ্যোতি, অন্তরের ফল এবং আমার রূহস্বরূপ। সে হচ্ছে মানুষরূপী স্বর্গীয় হুর।" হযরত ফাতেমা (সা.) বেহেশতে সর্ব প্রথম প্রবেশ করবেন বলেও বিশ্বনবী (সা.) উল্লেখ করেছেন।

captcha