বার্তা সংস্থা ইকনা: গত বছর থেকে এ পর্যন্ত শান্তিতে নোবেল জয়ী সু চির কাছ থেকে সাতটি আন্তর্জাতিক সম্মাননা ফিরিয়ে নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অক্সফোর্ড, গ্লাসগো ও নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের দেওয়া সম্মাননাও রয়েছে।
মিয়ানমারে শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে সু চির ভূমিকার স্বীকৃতি স্বরুপ ২০০৫ সালে তাকে ফ্রিডম অব এডিনবার্গ সম্মাননা দেওয়া হয়েছিল। ওই সময় গৃহবন্দী ছিলেন। সম্মাননা দেওয়ার প্রাক্কালে লর্ড প্রভোস্ট অব এডিনবার্গ সু চিকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছিলেন।
তিনি বলেছিলেন, সুচি হচ্ছে ‘নিপীড়নের মুখে শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতীক। তাকে সম্মাননা দেওয়ার মাধ্যমে এডিনাবার্গের নাগরিকরা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তার অক্লান্ত পরিশ্রমের প্রতি প্রকাশ্যে সমর্থন দিয়ে যাবে।’
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়ন থেকে প্রাণে বাঁচতে গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর এই নির্যাতন নিয়ে সু চি কোনো মন্তব্য করতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন। আরটিএনএন