IQNA

লেবাননের বিরুদ্ধে হামলার অজুহাত খুঁজছে ইসরাইল: জেবরান

23:58 - September 28, 2018
সংবাদ: 2606838
লেবাননের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশের কাছে পরাজয়ের কথা ভুলে আবার লেবাননের ওপর সামরিক আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইল অজুহাত সৃষ্টির চেষ্টা করছে।

 

গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় জেবরান বাসিল বলেন, “লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আবারো ইসরাইল আগ্রাসন চালানো জন্য অজুহাত খুঁজছে। এ ক্ষেত্রে তারা জাতিসংঘকে ব্যবহার করতে চায়। কিন্তু লেবানন যে তাদেরকে এখান থেকে বহিষ্কার করেছে তা তারা ভুলে গেছে। তারা আবারো হামলা চালালে লাভবান হতে পারবে না।”
সেনা কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত পর্যবেক্ষণ করছেন নেতানিয়াহু

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে গতকাল ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি গোপন ক্ষেপণাস্ত্র স্থাপনা ব্যবহার করছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এ কাজে হিজবুল্লাহকে ইরান সহযোগিতা করছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তার এসব বক্তব্যের পর জেবরান বাসিল ইসরাইলের সম্ভাব্য সামরিক আগ্রাসন নিয়ে কথা বললেন।

captcha