IQNA

22:50 - March 04, 2019
সংবাদ: 2608057
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে ঘোষণা করেছে: গেল ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইলি সেনার হাতে ৮ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট আজ (৪র্থ মার্চ) মাসিক রিপোর্ট ব্যক্ত করে বলেছে: গেল ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরাইলি সেনার হাতে ৮ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গাজায় বিক্ষোভের সময় ইসরাইলি সেনার বর্বরোচিত গুলি বর্ষণের ফলে ৬ জন শাহী হয়েছেন। এছাড়াও ইসরাইলের কারাগারে দুই জন বন্দী শাহাদাত বরণ করেছেন। শারীরিক অবনতি এবং কারাগারে চিকিৎসার অভাবের ফলে এই দুই প্রতিবাদী বন্দী শাহাদাত বরণ করেছেন।

ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট আরও ঘোষণা করেছে: এসময়ের মধ্যে ৭৬১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৬১ জন গুলি বর্ষণের ফলে এবং ৫০০ জন টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে আহত হয়েছেন।

এই সংগঠন গুরুত্বারোপ করে বলেছে: গতমাসে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে অধিকৃত ফিলিস্তিনের ৫১৭ জনের অধিক নাগরিক বন্দী হয়েছে। এসকল বন্দীদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: