IQNA

20:22 - February 25, 2020
সংবাদ: 2610299
তেহরান (ইকনা)- ইরাকের পবিত্র নগরী কারবালায় হযরত আব্বাস (আ.)-এর মাজারের নিকটে একটি হোটেলে অগ্নিসংযোগ হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কারবালায় হযরত আব্বাস (আ.)-এর মাজারের কাছে একটি হোটেলে অগ্নিসংযোগ হয়েছে।


এই প্রসঙ্গে এক ইরাকি সূত্র জানায়, হযরত আব্বাসের (আ.) মাজারের কাছে অবস্থিত একটি হোটেলে এই ঘটনা ঘটেছে।


এই সূত্রে বলা হয়েছে: ইরাকি দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়েছে।


অগ্নিসংযোগের ফলে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। iqna

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: