IQNA

19:50 - February 28, 2020
সংবাদ: 2610319
তেহরান (ইকনা)- ভারতে মুসলিম জনবহুল অঞ্চলসমূহে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে বিরোধের জেরে ভয়াবহ সহিংসতায় বেশ কয়েক মুসলমান হতাহত হয়েছেন।

হাসপাতালের এক সূত্র জানিয়েছে, গতকাল সকালে ভারতের রাজধানী দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব ইস্যুতে বিরোধের জেরে ভয়াবহ সহিংসতায় ৪ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

রবিবার থেকে দিল্লিতে সহিংসতা ও অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। উগ্রপন্থী দালগুলো নগরীর উত্তর-পূর্বাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত এলাকাসমূহে পায়চারি করছে এবং মুসলমানদের দোকানসমূহে আগুন ধরিয়ে দিচ্ছে।

নতুন করে আর যাতে কোথাও গোলযোগ সৃষ্টি না হয় সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতভর দিল্লির চাঁদবাগ, মৌজপুর এবং জাফরাবাদ’সহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা টহলদারি চালিয়েছে। এসময় কাউকে বাড়ির বাইরে বেরোতে দেখলে দ্রুত তাঁদেরকে বাসায় ঢুকে যেতে বলা হয়।  iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: