IQNA

সাইয়্যেদ মোক্তাদা সাদর:

মার্কিন বিরোধীদের মধ্যে ট্রাম্প করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছে

0:06 - March 13, 2020
সংবাদ: 2610406
তেহরান (ইকনা)- করোনাভাইরাস ছড়ানোর ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করে ইরাকের প্রভাবশালী ধর্মীয় নেতা সাইয়্যেদ মোক্তাদা সাদর বলেছেন: ট্রাম্প এবং তার মতো লোকেরা বিশ্বে যুদ্ধ, সংঘাত ও দারিদ্র্যে পূর্ণ করে তুলেছে এবং আজ এই সমস্যাগুলোর নিরাময়ের দাবি করছে।

সাদর আন্দোলনের নেতা বুধবার এক টুইট বার্তায় দাবি করেছেন: বর্তমানে ট্রাম্প নিজেকে বিশ্বের নিরাময়কারী হিসাবে পরিচয় করছে। অথচ ট্রাম্প এবং তার মতো অন্যান্যরা করোনাভাইরাস ছড়ানোর জন্য দায়ী। একারণেই বিশ্বের অনেকেই তাদের বিরোধিতা করছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবী করেছে যে, করোনাভাইরাস প্রতিরোধের জন্য দুর্দান্ত কাজ করেছে। এর প্রতিবাদ জানিয়ে মোক্তাদা সাদর বলেন: ট্রাম্প আজ করোনাভাইরাসের চিকিৎসার দাবি করছে। অথচ তার ভুল রাজনীতির কারণে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

ট্রাম্পের উদ্দেশ্য তিনি বলেন: তোমার কাছ থেকে যে চিকিৎসাগুলো আসবে, তা আমরা চাই না। আমরা মহান আল্লাহর উপর নির্ভর করি। তুমি শুধুমাত্র আল্লাহরই শত্রু নও, বরং পৃথিবীর সমগ্র জাতির শত্রু।  iqna

 

captcha