IQNA

20:47 - August 11, 2020
সংবাদ: 2611300
তেহরান (ইকনা): লেবাননের একটি মসজিদে দু'জন খতিবের যুগপত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর বিতর্ক সৃষ্টি করেছে।

লেবাননের একটি মসজিদে একই সময়ে এই দু’জন খতিব তাদের খুতবা প্রদান করেন এবং এই যুগপত বক্তব্যের ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে প্রচার হলে সামাজিক নেটওয়ার্কের ব্যবহারকারীরা এর প্রচুর সমালোচনা করেন।

লেবাননের এন্ডোমেন্ট অফিস এক জন খতিবকে বরখাস্ত করে নতুন এক খতিবকে এই মসজিদে প্রেরণ করেন। তবে বরখাস্ত হওয়া ব্যক্তি এন্ডোমেন্ট অফিসের এই আদেশ অমান্য করে মসজিদে উপস্থিত হয়ে খুতবা প্রদান শুরু করেন। এদিকে নব্য নিয়োগ প্রাপ্ত খতিবও একই সময় খুতবা প্রদান করেন।

এই ভিডিওটি সামাজিক মিডিয়ায় প্রচার হওয়ার সাথে সাথেই অনেকই এর তীব্র সমালোচনা করেন। iqna

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: