IQNA

গত ৭২ বছর ধরে প্রতিদিন ফিলিস্তিনি জনগণের ওপর ব’র্বরতা চালাচ্ছে ইসরাইল, রক্ষা করতে ব্যর্থ জাতিসংঘ

15:21 - September 24, 2020
সংবাদ: 2611525
তেহরান (ইকনা): ফিলিস্তিনের ইসলামি প্রতিরো’ধ আ’ন্দো’লন হামাস জাতিসংঘের সমালোচনা করে বলেছে, বিশ্ব এ সংস্থা ইহু’দিবাদী ইসরাইলের আগ্রাসী নীতি থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে ব্য’র্থ হয়েছে। জাতিসংঘের ভু’ল সংশো’ধন ও ইসরাইলি বর্ব’রতার অবসান ঘটাতে ফিলিস্তিনকে সাহায্য করারও আহ্বান জানিয়েছে হামাস।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে হামাস বলেছে, দখলদার ইসরাইলকে প্রতিষ্ঠায় সহযোগিতা করা জাতিসংঘ ইসরাইলের সমস্ত রকমের স’ন্ত্রা’সবাদ থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে অথবা ফিলিস্তিনের স্বাধীনতা ফিরিয়ে দিতে ব্য’র্থ হয়েছে। গত ৭২ বছর ধরে প্রতিদিন ফিলিস্তিনি জনগণের ওপর বর্ব’রতা চালাচ্ছে ইসরাইল। অথচ জাতিসংঘের দীর্ঘদিনের অন্যতম নীতি হচ্ছে- যেকোনো জাতির জন্য মুক্তি, স্বাধীনতা ও নিজেদের ভাগ্য নিয়’ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে- জাতিসংঘের এসব ভু’ল সংশোধন না করলে তা চলতেই থাকবে। গত সোমবার জাতিসংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কথা উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়- দু’র্ভাগ্য’জনকভাবে কেউই শক্তির শা’সনের পরিবর্তে আ’ইন শাস’ন প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্য’র্থতার কথা তুলে ধরতে পারেন নি এবং আ’ইনের শা’সন কথাটি সম্ভবত দখলদার ইসরাইলের জন্য প্রযোজ্য নয়।

হামাস বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরু’দ্ধে ইসরাইলের আগ্রাস’ন ও বর্ব’রতা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পেছনে ব্য’র্থতার অন্যতম প্রধান কারণ।
সূত্র: পার্সটুডে।

captcha