IQNA

ভিডিও | করোনা এবং ডিসপোজেবল জায়নামাজে তুরস্কের ব্যবসা

14:26 - October 30, 2020
সংবাদ: 2611721
তেহরান (ইকনা): তুরস্ক এবং পশ্চিম এশিয়ার কিছু আরব দেশসমূহে করোনার ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ডিসপোজেবল জায়নামাজের ব্যবহার বেড়েছে।

করোনার ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তুরস্কে ডিসপোজেবল জায়নামাজের ব্যবহার ও রফতানির চাহিদা বেড়েছে।

তুরস্ক বর্তমানে বেশ কয়েকটি দেশে ডিসপোজেবল জায়নামাজ রফতানি করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কাতারে এসকল ডিসপোজেবল জায়নামাজ আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে।

এই জায়নামাজগুলির দৈর্ঘ্য ১১৫ সেমি এবং প্রস্থ ৬০ সেমি। এটি কেবল করোনার প্রাদুর্ভাবের সময় নয়, বরং ভ্রমণ এবং পিকনিকের সময়ও এটি ব্যবহার করা যাবে। iqna

فیلم | کرونا و تجارت ترکیه با سجاده یک‌بار مصرف

فیلم | کرونا و تجارت ترکیه با سجاده یک‌بار مصرف

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* :