IQNA

মসুলে হাশদ আশ-শাবির অভিযান শুরু

21:39 - April 27, 2021
সংবাদ: 2612688
তেহরান (ইকনা): ইরাকের মসুল শহরে সেদেশের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসী নিধন এই অভিযানে এই বাহিনীর এক যোদ্ধা শাহাদাত বরণ করেছেন।

নেইনাওয়া প্রদেশের পপুলার মোবিলাইজেশন ইউনিটের অপারেশনস কমান্ড ঘোষণা করেছেন: ইরাকি সেনাবাহিনীর সাথে হাশদ আশ-শাবির প্রথম এবং দ্বিতীয় ব্যাটালিয়নের যোদ্ধারা মসুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। ইতিমধ্যে তার এই শহরের বেশ কয়েকটি গুরুত্ব পূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করেছেন।

এদিকে হাশদ আশ-শাবি এক বিবৃতিতে ঘোষণা করেছেন: দায়েশ নিধন অভিযান চলাকালীন সময় সোমবার হাশদ আশ-শাবির সদস্য “সামেহ মাজিদ সাজিত আত-তাই” শাহাদত বরণ করেন।

এই বিবৃতিতে বলা হয়েছে: আমরা আবারও স্বদেশ ও পবিত্র স্থান ইরাক রক্ষার জন্য অপরাধী ও সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছি। আর এজন্য আমরা শহীদদের পবিত্র রক্তের সাথে প্রতিশ্রুতি করেছি। iqna

 

آغاز عملیات حشد الشعبی در موصل و شهادت یک رزمنده الحشد

آغاز عملیات حشد الشعبی در موصل و شهادت یک رزمنده الحشد

 

captcha