IQNA

ফ্রান্সে কুরআন বিক্রয়ের পরিমাণ লক্ষণীয় হারে বৃদ্ধি

17:41 - January 25, 2015
সংবাদ: 2764378
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : মহানবি (স.) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশকারী ফরাসী সপ্তাহিক ‘শার্লি এবদো’র কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর ফ্রান্সে কুরআন বিক্রয়ের হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।


Al-kanz ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মহানবি (স.) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশকারী ফরাসী সপ্তাহিক ‘শার্লি এবদো’র কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনার পর ফ্রান্সে কুরআন বিক্রয়ের হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। তথ্য প্যারিসের La procure বই বিপণী কেন্দ্রের।

এ বিপনী কেন্দ্রের ধর্মীয় গ্রন্থ বিক্রয় বিভাগের কর্মকর্তা কার্দিল ভেটোরা ফ্রান্সের ‘ফ্রান্স কোলেক্টোর’ রেডিও চ্যানেলের ‘এমন ধরনের পরিস্থিতির মুখোমুখি ইতিপূর্বে কখনো হয়েছেন” শীর্ষক প্রশ্নের জবাবে বলেন : বাস্তব অর্থে এটাই প্রথমবার। ১৯৯৬ সালে আলজেরিয়ার ‘আল-মাদিয়াহ’ প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ৭ জন ফরাসী ধর্মযাজক হত্যার উপর নির্মিত একটি ডক্যুমেন্টারী ফিল্ম প্রচারের সময় ইসলাম ধর্ম এবং মুসলমান ও খ্রিষ্টানদের পারস্পারিক সম্পর্কের বিষয়ে প্রকাশিত গ্রন্থের চাহিদা ছিল তুঙ্গে। কিন্তু কুরআনের চাহিদা বৃদ্ধির বিষয়টি এবারই প্রথম।



2762200

captcha