IQNA

লিবিয়ায় কুরআন ও হাদিস হেফজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

23:49 - February 11, 2015
সংবাদ: 2841040
আন্তর্জাতিক বিভাগ: লিবিয়ার বানী ওয়ালিদ শহরে ৮ম ফেব্রুয়ারি নারীদের জন্য কুরআন ও হাদিস হেফজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতা বানী ওয়ালিদ শহরের আওকাফ ও ইসলামিক দপ্তরের পক্ষ থেকে ‘উম্মিহাতুল মুমেনীন’ শিরোনামে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআনের ত্রিশ পারা ও শেষের তিন পারা এবং ‘আল আরবায়ুনিল নুভিয়াত’ হাদিস গ্রন্থের হেফজের আলোকে ২য় ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। এছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন কুরআন হেফজ ইন্সটিটিউট ও কেন্দ্রের লক্ষ্য এবং কুরআন শিক্ষার গুরুত্ব ও ভূমিকার আলোকে লিখিত প্রবন্ধ উপস্থাপন করা হয়।
2830444

captcha