Daily Sabah ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : অটিস্টিক স্কুলের শিক্ষা বিভাগের প্রধান নাদভাহ আব্দুল আল জানিয়েছেন : ঐ স্কুলের ১০ বছরের বালক খালেদ আবু মুসা পবিত্র কুরআনের আয়াত শ্রবণের মাধ্যমে –যা বারংবার তার উদ্দেশ্যে তেলাওয়াত করা হত- সমস্ত কোরআন হেফজে সক্ষম হয়েছে।
অটিস্ট ঐ শিশু বর্তমানে লিখতে ও পড়তে পারে। অথচ অটিস্ট শিশুদের জন্য এ ধরনের কাজ সত্যিই কষ্টসাধ্য ও দূরহ।
এছাড়া খালেদ অন্য শিশুদের সাথে মিলেমিশে খেলাধুলা করাও শুরু করেছে।
অটিস্ট শিশুরা মূলতঃ মস্তিস্কজনিত সমস্যার কারণে সামাজিকতা, ভাষা বা ইশারার মাধ্যমে অপরের সাথে সম্পর্ক স্থাপনে সমস্যার সম্মুখীন হয়।