Islam.az ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : বাকু শহরের ‘হাজ জাওয়াদ’ মসজিদের পরিচালনা পরিষদ ঘোষণা করেছে, এ খতম অনুষ্ঠান আগামীকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) মাগরিবের নামাযান্তে খ্যাতনামা হাফেজ ও আলেমদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
বলাবাহুল্য, ইতিপূর্বে একই মসজিদে ৩ বার কোরআন খতম সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা পরিষদের ভাষ্যানুযায়ী, পবিত্র কোরআন তেলাওয়াতের প্রতি সাধারণ মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচী হাতে নেওয়া হয়।
সকল কোরআন অনুরাগীদেরকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ‘হাজ জাওয়াদ’ মসজিদ পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।