IQNA

গাম্বিয়া প্রজাতন্ত্রে ৪০ হাজার কুরআন বিতরণ

23:33 - March 05, 2015
সংবাদ: 2934019
কুরআনিক কার্যক্রম বিভাগ: গাম্বিয়ার ‘আস্সালামা’ এসোসিয়েশনের পক্ষ থেকে সেদেশে ৪০ হাজার কুরআন বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গাম্বিয়ার ‘আস্সালামা’ এসোসিয়েশন একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেদেশের ‘কাফুটা’ অঞ্চলে এ কুরআন শরিফগুলো বিতরণ করা হয়েছে। কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান, ছাত্রদের উপবৃত্তি প্রদান এবং মসজিদ নির্মাণের মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে সেবা করছে এ প্রতিষ্ঠান। আফ্রিকার পশ্চিমাঞ্চলে অবস্থিত গাম্বিয়া প্রজাতন্ত্র অবস্থিত। এদেশের রাজধানীর নাম ‘বানজুল’ এবং ৯০ শতাংশ জনগণ মুসলমান। তাদের মধ্যে সুফি ধর্মানুষ্ঠানের প্রচলন রয়েছে। 2917683

captcha