আল-ইয়াওম আস-সাবে ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : শিক্ষণীয় এ কর্মশালা দুই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে। মিসরের ‘হাসুবিইয়্যাহ’ এড্যুকেশন গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা উমার আল-জুন্দি এ সম্পর্কে জানিয়েছেন : ক্বারিদেরকে নাহু, সরফ ও শুদ্ধ তেলাওয়াত পদ্ধতির সাথে পরিচিতি, সঠিক পদ্ধতিতে কুরআনের শব্দ ও বাক্যের সমন্বয়ে ক্বারিদের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি লক্ষ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বলেন : এছাড়া ওয়াকফ ও এবদেতা, বিভিন্ন পদ্ধতিতে তেলাওয়াতের কারণ ইত্যাদি বিষয়েও পরিচিত করানো এ কর্মশালার লক্ষ্যসমূহের অন্যতম। উমার আল-জুন্দি জানান : এ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্বে থাকবেন সরফ ও নাহুর বিষয়ে বিশেষজ্ঞ ও গবেষক ‘মুস্তাফা আমিন’। তিনি কায়রোর ‘দারুল উলুম’ বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। এছাড়া তিনি অনারবদেরকে আরবি শিক্ষা প্রদান তত্পরতায়ও অংশ নেন।