IQNA

ভারতের ৮ম কুরআন প্রতিযোগিতার কার্যক্রম সমাপ্ত

18:32 - March 14, 2015
সংবাদ: 2983059
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ভারতের অষ্টম কুরআন প্রতিযোগিতা এদেশের মহারাষ্ট্র প্রদেশের আক্কালকুয়া অঞ্চলে অবস্থিত ‘জামেয়া ইসলামিয়া এশায়াতুল উলুম’ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।


Ummid ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : ভারতের ২৩টি রাজ্যের ২৭৪ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতা ১৯৯৪ সাল থেকে প্রতি ৩ বছরে একবার অনুষ্ঠিত হয়।

এর প্রাথমিক পর্বে –যা ভারতের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ভাবে অনুষ্ঠিত হয়েছে- ১৪০০ মাদ্রাসার ৩১৪৮ জন প্রতিদ্বন্দী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা হেফজ ও তেলাওয়াত বিভাগে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা আয়োজনস্থল; ইঞ্জিনিয়ারিং কলেজ ও জামেয়া ইসলামিয়া’র পলি ক্লিনিক ভবন এ প্রতিযোগিতা আয়োজনের ৩ দিন ‘ওয়াদিয়ে কুরআন’ নামে পরিচিতি পেয়েছে।

এ প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনার দায়িত্বে ছিলেন ভারতের বিখ্যাত কুরআন শিক্ষকরা। বিজয়ী প্রতিদ্বন্দীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

আক্কালকুয়া সোসাইটির প্রধান গোলাম মুহাম্মাদ ভিস্তানুয়ী এ প্রতিযোগিতায় বক্তৃতাকালে বলেন : কুরআন ও ঐক্য মুসলমানদেরকে সাফল্যতার দিকে নির্দেশনা দিতে পারে।#2980863

captcha