IQNA

মসজিদ ও হোসাইনিয়া আয়ত্তকরণের জন্য অলে খলিফাকে নিন্দা জানিয়েছে ওলামাগণ

23:02 - March 14, 2015
সংবাদ: 2984079
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের অলে খলিফা শাসকের অন্তর্গত জাফারিয়া ওয়াকফ বিভাগ সেদেশের মসজিদ ও হোসাইনিয়া আয়ত্ত করার চেষ্টা করছে। আর এ জন্য সেদেশের ওলামাগণ অলে খলিফাকে তীব্র নিন্দা জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের ওলামাগণ ১৩ই মার্চ এক বিবৃতিতে সেদেশের মসজিদ ও হোসাইনিয়ার স্বাধীনতার জন্য গুরুত্বারোপ করেছেন এবং বাহরাইনের অলে খলিফা শাসকের অন্তর্গত জাফারিয়া ওয়াকফ বিভাগ কর্তৃক সেদেশের ধর্মীয় কেন্দ্রে ও মসজিদ আয়ত্ত করণের চেষ্টাকে তীব্র নিন্দা জানিয়েছেন।
এ বিবৃতিতে এসেছে: জাফারিয়া ওয়াকফ একটি সরকারী দপ্তর এবং বাহরাইনী শাসককে অনুসরণ করে। সরকারী নীতিতে নিজেদের কার্যক্রম করে। সুতরাং এ দপ্তর কর্তৃক ধর্মীয় কেন্দ্র ও মসজিদগুলো নিয়ন্ত্রিত হোক, এটা ওলামাগণ চাই না।
বাহরাইনের ওলামাগণ এ বিবৃতিতে জানিয়েছে: জাফারিয়া ওয়াকফ বিভাগ কর্তৃক মসজিদ ও ধর্মীয় কেন্দ্র নিয়ন্ত্রণ একটি রাজনৈতিক সমস্যা। আর এ জন্য বাহরাইনের ওলামাগণ ধর্মীয় কেন্দ্রর স্বাধীনতার জন্য অলে খলিফার নিকট আহ্বান জানিয়েছেন।
2980841

captcha