
ফুরাত নিউজের বরাতে ইকনা জানায়, হজতুল ইসলাম ওয়াল মুসলেমিন শেখ আলী আকবর ইলাহী খোরাসানি ছিলেন আস্তান কুদস রাজাভীর অধীন ইসলামি রিসার্চ ফাউন্ডেশনের সাবেক পরিচালক এবং আয়াতুল্লাহ হাজি মির্জা হাসানআলী মুরওয়ারিদের জামাতা।
শোকবার্তা
بسم الله الرحمن الرحیم
إنا لله وإنا إلیه راجعون
জনাব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাজি শেইখ মাহদী মুরওয়ারিদ (দমাত বারাকাতাহু)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
আশা করি সর্বদা যুগের ইমামের (আ. ফা.)-এর বিশেষ অনুগ্রহে সফল ও সমর্থ থাকবেন।
আপনার মহামান্য জামাতা, আলেমে আমেল হজতুল ইসলাম হাজি শেইখ আলী আকবর ইলাহী খোরাসানি (রহ.)-এর ইন্তিকালে আপনাকে, আয়াতুল্লাহ মুরওয়ারিদ পরিবারের অন্যান্য সম্মানিত সদস্যদের এবং মরহুমের প্রিয় সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে তাঁর মর্যাদা ও রূহের উঁচু মাকাম কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও উত্তম প্রতিদান প্রার্থনা করছি।
জীবনীসংক্ষেপ
হজতুল ইসলাম ওয়াল মুসলেমিন শেখ আলী আকবর ইলাহী খোরাসানি ছিলেন খোরাসানের প্রখ্যাত আলেম, হাদিস ও ফিকহ গবেষক এবং হাওযার অভিজ্ঞ শিক্ষক। তিনি একসময় আস্তান কুদস রেজভীর ইসলামি রিসার্চ ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন আয়াতুল্লাহ হাজি মির্জা হাসানআলী মুরওয়ারিদের জামাতা এবং বিশিষ্ট মারজায়া ও আলেম যেমন: আদীব নিশাপুরী, মুদার্রেস ইয়াজদী, শেইখ মুস্তাফা ক্বাজভিনী, শহীদ হাশেমি-নেজাদ, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি, মীর্জা জওয়াদ আগা তেহরানী, মীর্জা হাসান আগা মুরওয়ারিদ, মীর্জা আলী ফালসাফী, আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মাদ হাদী মীলানী এবং আয়াতুল্লাহ সাইয়্যেদ আব্দুল্লাহ শিরাজি প্রমুখের ছাত্র ছিলেন।
তিনি গতকাল ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন। 4305866#