IQNA

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল শহীদ ফিলিস্তিনি শিশুকন্যাকে নিয়ে নির্মিত সিনেমা

11:35 - September 08, 2025
সংবাদ: 3478028
ইকনা- ফিলিস্তিনি শহীদ শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত সিনেমা “সাওতু হিন্দ রজব” (Hind Rajab’s Voice) মর্যাদাপূর্ণ রুপালি সিংহ পুরস্কার (Silver Lion Award) জিতেছে। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮২তম আসরে এ পুরস্কার অর্জন করে ছবিটি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রামাণ্যচিত্রধর্মী এ সিনেমায় হৃদয়বিদারক কাহিনি তুলে ধরা হয়েছে ছয় বছরের ফিলিস্তিনি শিশু হিন্দ রজব-এর, যিনি দখলদার ইসরাইলি সেনাদের হামলায় গাজা উপত্যকায় শহীদ হন।

চলচ্চিত্রে পুনর্নির্মাণ করা হয়েছে হিন্দের জীবনের শেষ মুহূর্তগুলো। পরিবারের সবাই এক বিমান হামলায় নিহত হওয়ার পর ছোট্ট হিন্দ একটি বিধ্বস্ত গাড়ির ভেতরে আটকা পড়েন। সেখান থেকে তিনি ফিলিস্তিনি রেড ক্রিসেন্টে ফোন করে সাহায্য প্রার্থনা করেন। টানা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ ফোনকলের পর একটি অ্যাম্বুলেন্স তাকে উদ্ধারের জন্য রওনা হয়। কিন্তু পথিমধ্যে ইসরাইলি বাহিনীর সরাসরি হামলায় পুরো উদ্ধার দল শহীদ হন। পরে ইসরাইলি সেনাদের গুলিতে হিন্দ রজবও প্রাণ হারান।

টিউনিসিয়ার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাওথার বেন হানিয়া পরিচালিত এই চলচ্চিত্রটি প্রথম প্রদর্শিত হয় ৭৯তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মূল প্রতিযোগিতা বিভাগে এটি সোনালি সিংহ (Golden Lion) জয়ের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

সাওতু হিন্দ রজবভেনিস উৎসবের সবচেয়ে আলোচিত সিনেমায় পরিণত হয়। প্রদর্শনীর পর দর্শকরা ২৩ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে ছবিটির প্রতি ভালোবাসা ও গুরুত্ব প্রকাশ করেন। 4303746#

 

captcha